মোঃ অাব্দুল হান্নানঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ২০২১ বালক অনুর্ধব ১৭ অনুষ্টিত হয়েছে।অাজ ৩১ শে মে ২০২১ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় নাসিরনগর সরকারী ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্টিত হয়।খেলা ১২ টি ইউনিয়ন থেকে ১২ টি দল অংশ গ্রহন করে।খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর অাসনের মাননীয় সংসদ সদস্য অালহাজ্ব বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন অাহমেদ,উপজেলা নির্বাহি কর্মকর্তা হালিমা খাতুন,অফিসার ইনচার্জ এটিএম অারিচুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা অাক্তার,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্ভার,দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply