Mukti TV HD
জেলার নাসিরনগর উপজেলায় সরকারের লক্ষাধিক টাকার ভাসমান সবজি চাষ প্রকল্প ভেস্তে যেতে বসেছে। জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা ও পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের ভাসমান সবজি চাষের তৈরী করা বেডে নেই কোন সবজির চিহ্ন অথচ সরকারের খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের অদক্ষতার কারণে এমন হয়েছে বলে জানান স্থানীয়রা। সরে জমিনে এলাকা গিয়ে দেখা গেছে কাহেতুরা গ্রামে একটি পুুকুরে ভাসমান সবজি চাষের জন্য ৮টি ও পূর্বভাগ ইউনিয়নে ৬টি মোট ১৪টি বেড তৈরী করা হয়েছে। কিন্তু ১৪টি বেড মিলিয়ে ৫০০ টাকা মূল্যের সবজি আছে বলে মনে করছে না স্থানীয়রা। নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু সাঈদ তারেক জানান, প্রতিটি বেড তৈরী করতে সরকারের খরচ হয়েছে ৮০০০ টাকা। ১৪টি বেড তৈরী করতে মোট খরচ ধরা হয়েছে ১ লক্ষ ১২ হাজার টাকা। স্থানীয়দের দাবী প্রতিটি বেড তৈরী করতে খরচ হতে পারে সর্বোচ্চ ৩০০০ টাকা। তাছাড়া কৃষকদের ট্রেনিং খরচতো রয়েছেই। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রবিউল হক মজুমদারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে কুন্ডা ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা কবির চৌধুরীকে বদলী করা হয়েছে বলে জানান।
Leave a Reply