Mukti TV HD
জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল বেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরাইল- নাসিরনগর মেইন রাস্তার পূর্বদিকে বিদ্যালয় থেকে আনুমানিক ১০০ গজ দূরে সরকারী খাল ভরাট করে চলছে ফিলিং স্টেশন নির্মাণের কাজ। ফিলিং স্টেশন নির্মাণ বন্ধের জন্য ১লা জুলাই এলাকাবাসী নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম মায়ের দোয়া এলপিজি ফিলিং স্টেশন। অভিযোগে জানা গেছে ৬ শতক ফসলী জমি ভাড়া নিয়ে সরকারী খাল দখল করে উক্ত স্টেশনটি স্থাপনের জন্য বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স পেতে আবেদন করেন স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু কালাম আজাদ। যেখানে স্টেশন নির্মাণ করা হচ্ছে এর প্রায় ১০০ গজের ভিতরে রয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। স্থানীয়দের অভিযোগ আবু কালাম আজাদ আশুরাইল গ্রামের চৌকিদার বাড়ীর মৃত লালু মিয়ার ছেলে পরশ মিয়ার কাছ থেকে ফিলিং স্টেশন নির্মাণের জন্য ৬ শতক ধানি জমি ভাড়া নেয়। বাকী সম্পত্তি সরকারের ১নং খাস খতিয়ানের অর্ন্তভূক্ত। উল্লেখিত স্থানে স্টেশনটি নির্মিত হলে ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় বিঘœ হবে। স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু কালাম আজাদ বলেন,আমার সংগে একজন অংশীদার আছে। আমার জায়গা ভরাট করে স্টেশন স্থাপন করছি। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান,জায়গাটি ভরাট না করতে নিষেধ করা হয়েছে। তারপরও যদি ভরাট করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply