MUKTI TV HD
জেলার নাসিনগর উপজেলার সরাইল-নাসিরনগর মহাসড়ক থেকে চুরি হওয়া ৪ গরু ও ১টি পিকআপ ভ্যান সহ ৩ আর্ন্তজেলা গরু চোরকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। ১২ আগষ্ট ২০২১ গভীর রাতে সরাইল- নাসিরনগর রাস্তায় ডিউটি করাকালীন সময়ে এস,আই আরিফুর রহমান সরকার তাদের আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে, কুন্ডা ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা মৃত ছুরত আলীর ছেলে কালাম মিয়ার ঘর থেকে চোরেরা রাতে ৪টি গরু চুরি করে নাম্বার বিহীন একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে। আটককৃত আর্ন্তজেলা চক্রের গরু চোররা হলেন- সরাইল উপজেলার নন্দীপাড়া গ্রামের মোঃ আব্দুল মোতালিবের ছেলে জামাল মিয়া (৩৫), বিষু তারা গ্রামের আব্দুল নূরের ছেলে ছাদেক মিয়া (২৯), কালিকচ্ছ গ্রামের অমূল্য দাসের ছেলে পিন্টু দাস (২৭) তাদের বিরুদ্ধে নাসিরনগর থানা মামলা নং- ১০ রুজু করা হয়েছে। এস,আই আরিফুর রহমান সরকার জানান, তারা আর্ন্তজেলা চোরচক্রের সদস্য। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply