মোঃ অাব্দুল হান্নান ২৭জুন ২০২১ রোজ রোববার দুপুর অনুমান দের ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক হরিণবেড় পাকা সড়কের পশ্চিম পার্শ্বে শংকরাদহ নামক স্থানে মিনজু মিয়ার পাট ক্ষেতের পূর্ব পাশের আইলের উপর পড়ে থাকা অজ্ঞাতনামা এক পুরুষের লাশ (৪৫) উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ।লাশের শরীরে পোকা এবং পঁচন ধরে চামড়া খসে পড়া দেখে ধারণা করা হচ্ছে অনুমান ৮/১০ দিন পূর্বে লাশটি উক্ত স্থানে পড়েছিল। লাশে পচন ধরায় বাহ্যিক কোন আঘাত/জখমের চিহ্ন দেখা যায়নি বলে জানান পুলিশ। লাশের কোন সন্ধান প্রার্থী থাকলে নাসিরনগর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিহতের পড়নে সাদা প্রিন্টের ফুলহাতা শার্ট এবং পাশে একটি চেক লুঙ্গি রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply