পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা সপ্তম শ্রেণীর এক পডুয়া কিশোরীর মরদেহ উদ্ধার করেছে দেবিগঞ্জ থানা পুলিশ ।
দেবিগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নিজের বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে দেবিগঞ্জ থানা পুলিশ । এ সময় মেয়েটির বাবা বলেন মো: জহিরুল ইসলাম আশিক রহমান কে উল্লেখ করে ৩ থেকে ৪ জনের নামে থানায় ।
নিজ হাতে একটি লিখিত দরখাস্ত দেন । মোঃ জহুরুল হক সাদিয়া আফরিন মীমের ফুফাতো ভাই ।
নিহত সাদিয়া আফরিন মিম পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এসপি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতেন ।
মীম তেলিপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে । ঘটনা সুত্রে জানা যায় তেলিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ জহিরুল ইসলাম ।
সাদিয়া আফরিন মিম কে বেশ কিছুদিন থেকেই ডিসটার্ব বিরক্ত করতে ছিলেন । এ ঘটনাটি জারুলের মা-বাবা জানালে ।
অতঃপর ঘটনাটি জহুরুল এর পরিবারকে বিষয়টি জানালেন । বিষয় টি জানানোর পর । আরো অনেক খারাপ হয়ে উঠে । এ ঘটনাকে কেন্দ্র করে আশিক,ও মীমকে বিরক্ত করতে থাকে ।
আশিক দন্ডপাল ইউনিয়নের গ্রামের মাহমুদ আলী মিলনের ছেলে ।
এ বিষয়ে আশিক ও জহুরুল এর পরিবার অনেক ঝগড়াঝাটি শুরু হতে থাকে ।
এই ঘটনাকে কেন্দ্র করে গত (মঙ্গলবার) রাত ১০ টায় জরুল মীমর ঘরে প্রবেশ করে ।
সাদিয়া আফরিন মীম কে অনেক মারপিট করে । ওই রাতে প্রায় ১ টার দিকে । বাড়ির বারান্দায় তার নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । একই রাতে কিছুক্ষণ পরে মীমের মা ঘরের বাইরে আসতেই ।
চলন্ত ওড়না দিয়ে মেয়ের লাশ বাড়ির বারান্দায় দেখতে পায় । মেয়েটি র মা চিৎকার দিয়ে উঠে । চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে ।
অতঃপর বাড়ির লোকজনের সামনেই মিমের লাশ তার মা নিজে নামিয়ে আনেন ।
Leave a Reply