পঞ্চগড়ের আটোয়ারী,তে ১ নং মির্জাপুর ইউনিয়নে বার আউলিয়া খচপাড়া গ্রামে মোছাঃ আমিনা বেগম (৮০) নামে এক মহিলার লাশ উদ্ধার করে এলাকাবাসী ।
ঘটনা সুত্রে জানা যায়, মোছাঃ আমিনা বেগম এর মাথার সমস্যা ছিল । মাথার সমস্যা থাকার কারনে মাঝে মধ্যেই বাড়ী থেকে বেরিয়ে বাইরে চলে যেত ।
এলাকাবাসী জানান,মাথায় সমস্যা থাকার কারণে, মোছাঃ আমিনা বেগম গত ১১/০৯/২১ ইং তারিখে সন্ধ্যা ৭ টার দিকে বাসা থেকে বেরিয়ে যায় ।
আমরা অনেক খোঁজাখুঁজি করে ওনাকে কোথাও খুঁজে পাইনি ।
আজ ১২/০৯/২১ ইং তারিখে দুপুর ১২ টার দিকে । বাড়ীর পুর্বো পাশে একটি পুকুর থেকে । ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে এলাকা বাসী ।
এ ঘটনা,য় ১ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ ওমর আলী ও ইউ,পি সদস্য মোঃ আব্দুল হান্নান ঘটনার, বিষয় টি আটোয়ারী থানায় জানালে ।
আটোয়ারী থানার পুলিশ,ঘটনা স্থলে এসে সুষ্ঠু তদন্ত করে বিষয় টি নিশ্চিত করেন । এ ব্যাপারে তার বড় ছেলে মোঃ মোহর আলী বলেন ।
আমার মায়ের মৃতুর জন্য । আমাদের কারো উপর কোন অভিযোগ নেই । এ বিষয়ে আটোয়ারী থানায় একটি নিয়মিত ইউ,ডি মামলা করা হয়েছে ।
Leave a Reply