পঞ্চগড় জেলা সদর উপজেলায় গত ৩/৯/২১ ইং তারিখে গোপন সংবাদ পেয়ে । পঞ্চগড় জেলার গোয়েন্দা শাখার এস আই / মোঃ ফিরোজ আলির নির্দেশে । গভীর রাতে অভিযান চালিয়ে । মোঃ জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
ওই সময় মাদকদ্রব্য অভিযান কালে । পঞ্চগড় সদর থানায় ফুটকিবাড়ী ১০ নং গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে । ৮৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে জাহিদ কে ।
পিতা, মৃত মোঃ হামিদুল ইসলামের ছেলে । সাং রাধানগর আটোয়ারী থানা পঞ্চগড় জেলা । ওই সময় পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম । পিতা মৃতঃ ধজিবুল ইসলাম এর ছেলে । সাং খালপাড়া পঞ্চগড় সদর পঞ্চগড়
এ বিষয়ে মাদকদ্রব্য আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
Leave a Reply