MUKTI TV HD
পঞ্চগড়ের সদর উপজেলায় রোকিয়া বেগম ( ৪০)নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কে বা কারা হত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
গত শুক্রবার (১৩) আগস্ট রাতে উপজেলা হাড়িভাসা ইউনিয়নের পাইছপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত রকেয়া বেগম ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮ দিকে বাড়ির উঠানে এক প্রান্তে গঙ্গানির শব্দ শুনতে পায় আব্দুল লতিফের মেয়ে ও পুত্রবধূ।
তবে বাড়িতে পুরুষ মানুষ না থাকায় তারা ভয়ে বাইরে থেকে বের হননি।
কিছুক্ষণ পরে রোকিয়া ছেলে শরিফুল বাড়িতে এসে দেখতে পায় তার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
স্থানীয়দের সহযোগিতায় রোকিয়া বেগম কে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত ১১টার দিকে রকেয়া বেগম সেখানে মারা যান। শনিবার সন্ধ্যায় রমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে রকেয়ার লাশ পঞ্চগড়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানিয়েছেন,
আমরা ঘটনার পরিদর্শন করেছি। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তদন্ত করে দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করব। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের পরিস্থিতি চলছে।
Leave a Reply