Mukti TV HD
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, আজ শনিবার সকালে সর্দি ও মাথাব্যথা অনুভব করলে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।তিনি আরও জানান, বর্তমানে সংসদ সদস্য সুস্থ রয়েছেন। তার উপসর্গ থাকলেও আশঙ্কার কিছু নেই। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিন নির্বাচনি এলাকায় বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন। তাকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছিলো। উল্লেখ্য, বর্তমানে পঞ্চগড়ে ৮৫৭ জন করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত ভাইরাসটিতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply