পটুয়াখালী পৌর ১নং ওয়ার্ড টাউন জৈনকাঠি এলাকা থেকে রফিকুল ইসলাম মুরাদ(২৬) তার স্ত্রী ও মা রহীমা বেগমকে ১৮৪০ পিচ ইয়াবা সহ আটক করেছে পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১৩/৯/২০২১ ইং তারিখ রোজ সোমবার দুপুর আনুমানিক দুইটার দিকে এক গোপন সংবাদের ভিক্তিতে পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ক) সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান ও উপ পরিদর্শক সোহান সহ অন্যান্য সদস্য বৃন্দ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মা,ছেলে ও ছেলের বউকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করেন।
আবু রেজা মেহেদী হাসান জানান,মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মুরাদ ও তার স্ত্রীকে গ্রেফতার করার পর তার মা রহীমা বেগম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সাথে ঘুষ বিনিময়ের অপচেষ্টা করলে রহীমা বেগমকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে পটুয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান বলেন,মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর শহরের ১নং ওয়ার্ডের মৃধা বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩০ পিচ ওয়ারেঞ্জ কালার ও গ্রীন কালার ১০ পিচ মোট ১৮৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক কারবারি মা,ছেলে ওছেলের বউকে আটক করছি।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
Leave a Reply