পটুয়াখালী সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লতিফা জান্নাতি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি জনিত কারনে উপজেলা হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬-আগস্ট-২০২১ ইং) তারিখ সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ভুমি (এসিল্যান্ড) শাহিন মাহমুদ,সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিনা আরা (মুক্তা), উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল , লোহালিয়া ইউনিয়ন পরিষদের সচিব কামাল হোসেন খাঁন, মরিচবুনিয়া ইউনিয়নের সশিচ মিজানুর রহমান (মিজান), এছাড়াও সদর উপজেলার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তানভীর আহম্মেদ (কালিকাপুর) , শহিদুল ইসলাম খোকন (লাউকাঠী), অ্যাডভোকেট কবির হোসেন তালুকদার (লোহালিয়া), মজনু মোল্লা (বড়বিঘাই), আলতাফ হোসেন হাওলাদার (ছোটবিঘাই), রুবেল মোল্লা (নবাগত ভুড়িয়া), ফিরোজ মৃধা (জৈনকাঠী), অ্যাডভোকেট কবির মৃধা (আউলিয়াপুর), মাসুম বিল্লাহ ও দিলীপ কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শওকত আলী খাঁন (হিরোন).
এসময় রুল্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) পটুয়াখালী জেলা শাখা, রিপোটার্স ইউনিটি ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply