MUKTI TV HD
কমিউনিটি পুলিশের কার্যক্রম-কে আরও গতিশীল করে তুলতে পাবনা বেড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৭ জন গ্রাম পুলিশের মাঝে ৮৭ টি বাই সাইকেল প্রদান করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) দুপুরে বেড়া উপজেলা পরিষদ চত্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বাই সাইকেল হস্তান্তর করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা সবুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি প্রমুখ।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান,সাইকেলগুলো বেড়া উপজেলার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করবে। গ্রাম পুলিশ সদস্যরা দ্রুত নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করতে প্রদান করা সাইকেল কাজে লাগাতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ বৃদ্ধি করতে সাইকেল গুলো যথেষ্ট ভূমিকা রাখবে।
Leave a Reply