। পাবনার ভাঙ্গুড়ায় কলকতি যুব বাংলা ক্লাবের অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি গ্রামের অধ্যাপক মো. মাহবুব উল-আলম এর মার্কেটে এই অফিসের উদ্বোধন করা হয়। ক্লাবটি ২০১৩ সালের ১ লা অক্টোবরে প্রতিষ্ঠিত হয়ে গত,শুক্রবার ৮ম বছরে পদার্পণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে নতুন অফিস উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন ১নং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক টুকুন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহবুব উল আলম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো. গিয়াস উদ্দীন,কলকতি যুব বাংলা ক্লাবের সভাপতি মিঠুন আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলকতি যুব বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ আহম্মেদসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ক্লাবের সভাপতি মিঠুন আহম্মেদ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, কলকতি যুব বাংলা একাডেমী ক্লাবের মাধ্যমে সকল সদস্য মিলে ভালো ও মানবিক কাজগুলি করে সমাজে বিশেষ ভুমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন। ক্লাবের পক্ষ থেকে সভাপতি মো. মিঠুন আহম্মেদ বলেন, আমাদের এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকবেন ক্লাবের সকল সদস্য বৃন্দ। ভালো কাজে সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।
Leave a Reply