MUKTI TV HD
ঢাকা থেকে ছেরে আসা দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর (শুক্রবার) দুপুর ৩ টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুগোল (৫০)। মানুসিক ভারসাম্যহীন যুবকটি দীর্ঘদিন ধরে কৈডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থাকতেন। এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, ঢাকা থেকে ছেরে আসা দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৩ টার দিকে কৈডাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছলে ব্রীজ দিয়ে পার হওয়া মানসিক ভারসাম্যহীন জুগোল দিক বিদিক না পেয়ে ব্রীজের পাশের কাঠে দাড়ান। সেখানেই আঘাত প্রাপ্ত হয়ে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কৈডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. সরোয়ার হোসেন জানান, অজ্ঞাত মানুসিক ভারসাম্যহীন ব্যাক্তিটি হাটগ্রাম থেকে আসে এবং দীর্ঘ প্রায় ২ বছর ধরে কৈডাঙ্গা গ্রামের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে বেড়াতো। রাত হলেই স্কুলের নিচের প্রশস্ত মেঝেতে ঘুমাতো। গ্রামবাসী তাকে জুগোল পাগল নামে ডাকতো। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত যুবকের লাশ দাফন হবে।
Leave a Reply