“সবার জন্য প্রয়োজন, জন্ম মৃত্যু পরপরই নিবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.ছাইদুল ইসলাম, সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী অশোক কুমার ঘোষ প্রনো, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.ময়নুল হক, ইউপি সচিব মোঃ মোতাহার হোসেন, ইউনিয়ন উদ্যোক্তা মোঃ আশরাফুল ইসলাম। আলোচনা সভায় উঠে আসে প্রত্যেক ইউনিয়নে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামুলক এবং মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন করতে হবে।
Leave a Reply