আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মহদয়ের পক্ষ থেকে আনসার ও ভিডিপি সদস্যা – সদস্যাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ আগস্ট রোজ রবিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কক্ষে বেলা ১১ টা নাগাত উক্ত ত্রান কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ খায়রুন্নহার খুশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সামিউল ইসলাম। উক্ত ত্রান কার্যক্রমে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন (বি.এ), ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলম, পৌর ভিডিপি দলপতি মোঃ আব্দুস সালাম নুর, মোঃ আসাদুল ইসলাম, মোঃ সেলিম রেজা (বি.এ), মোঃ সেলিম হোসেন, ইউনিয়ন দলপতি মোঃ জিল্লুর রহমান,মোঃ মহসিন আলী, ইউনিয়ন দলনেত্রী মোছাঃ আছিয়া খাতুন,মোছাঃ আজমিনা খাতুন। করোনাকালীন সময় হওয়ায় সুস্থবিধি মেনে উক্ত ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত ত্রান সামগ্রী গ্রহণ করে তাতখনিত প্রতিক্রিয়ায় সবাই মাননীয় মহাপরিচালক মহদয়ের এমন উদ্দ্যেগ কে-স্বাগত জানিয়েছেন এবং এই ত্রান সামগ্রী নিয়ে অনেক উপকার হবে বলে জানিয়েছেন সবাই।
Leave a Reply