পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাত থেকে রক্ষা পেতে ১০০ তালবীজ রোপণ করেছে মক্তবের শিশু শিক্ষার্থীরা। গাছগুলো যেন ঠিকমতো বেড়ে উঠতে পারে, সে জন্য পরিচর্যাও করবে তারা। ৭ (অক্টোবর) বৃহস্পতিবারসহ ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া জামে মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগে এসব তালবীজ রোপণ করা হয়। জানা যায়, গত দুই দিন ফজরের নামাজ শেষে ওই গ্রামের সড়কের ধারে মক্তবের শিশু শিক্ষার্থীরা তালবীজগুলো রোপণ করে। এর আগে তারা বাড়ী বাড়ী থেকে সংগ্রহ করে তালবীজ। মক্তবের খুদে শিক্ষার্থী সাদিয়া পারভীন বলেন, মক্তবের হুজুরের কথায় সে তালের আঁটি সংগ্রহ করেছে। শিক্ষার্থী মুহিম হোসেন জানায়, আমাদের মক্তবের হুজুর তালগাছের উপকারিতা সম্পর্কে আমাদের শিখিয়েছেন। তাই আমরা বাড়ী বাড়ী থেকে তালের আঁটি সংগ্রহ করে তা রোপণ করছি। ভবানীপুর জামে মসজিদের পেশ ইমাম ও মক্তবের শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, গাছ লাগানো সুন্নত। তা ছাড়া তালগাছ বজ্রপাত থেকে আমাদের জানমাল রক্ষা করে। তাই সওয়াবের নিয়তে মহল্লার সড়কের ধারে ১০০ তালবীজ রোপণ করা হয়।
Leave a Reply