পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ৩১ আগস্ট মঙ্গলবার প্রথম বারের মতো জ্বলে উঠল বৈদ্যুতিক বাতি।চারদিক নদী বেষ্টিত এই উপজেলাটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক বৈচিত্রময়।স্বাধীনতার ৫০ বছর পরে হলেও হাসি ফুটল এই জনপদের মানুষের মুখে।
রাঙ্গাবালী উপজেলার মানুষ বিদ্যুৎ পেয়ে প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন ।উপজেবাসী জানায় বিগত দিনে আামাদের কে অনেক আশা দিয়েছি পূর্বকার সরকার এবং এম পি গন কিন্তু আজ আমাদের বর্তমান সংসদ সদস্য তার অঙ্গীকার পূরন করেছেন।আমরা তার প্রতি চির কৃতজ্ঞ।সাথেসাথে প্রধানমন্ত্রী কে জানাই ধন্যবাদ।
Leave a Reply