মুক্তি টিভি || এখনকার যুগে কাগজে লেখা চিঠি আর দেখা যায় না। ডাক বক্সে জমা হয় না প্রিয় জনের চিঠি। হয় না ভাবের আদান-প্রদান। কবি এই চিঠিটি লিখেছিলেন তার প্রিয়তামার নিকট। অন্তরে জমানো ভালোবাসা প্রিয় মানুষটির জন্য।
তিলোত্তমা,
একটি সন্ধ্যা আর একটি ভোর মনে করিয়ে দেয় জীবন মৃত্যুর খেলা কেমন হয়। ভোরের আলোয় তো সবকিছু স্পষ্ট দেখা যায়। সব কিছু দেখা যায় কারন চোখ শুধু আলোতে দেখতে পাই। আলোকে ঘিরে আমাদের পথচলা। সূর্যের আলোয় আলোকিত হয় জীবনের আলো। আলোকে তাই একটু বেশিই চেনাজানা। আলোকে আরও উজ্জ্বল রঙে আলোকিত করতে অনেক রকম আলো ছড়িয়ে রাতকেও ঝলমল আলোয় রাঙিয়ে দেই আমাদের বসুন্ধরা। অন্ধকার আমাদের জীবনে কোন কাজে আসে না বলে দূরে ঠেলে দেই। কারন আমরা আলোতে চোখ মেলে দেখি আমাদের নিজের হাতে সাজানো এক রঙিন পৃথিবী। অন্ধকার আলোকে স্পর্শ করতে পারে না। কোন ভাবেই এক হতে পারে না। আলো যেমন অন্ধকার ছেয়ে ফেলতে পারে তেমনি অন্ধকারও আলোকে ছেয়ে ফেলতে পারে। আমাদের বেলায় ভিন্ন এক অদ্ভুত নিয়ম আলো আঁধারের খেলা। অন্ধকার এবং আলো দুটোই উপভোগ করতে পারি চোখ মেলে কিন্তু আমাদের চোখ শুধু আলোতে দেখতে পাই। সবকিছু দেখতে পাই আমাদের হাতে গড়া রঙিন দুনিয়া। অন্ধকারে চোখ শুধু অন্ধকার কালো আবরণ ছায়া কেবল দেখতে পাই। কেননা আমরা আলোতে সবকিছু করতে পারি এবং অন্ধকার থেকে দূরে চলে এসেছি। সেজন্য অন্ধকারে চোখ কেবল অন্ধকার দেখে। আলোর যেমন তার নিজস্ব রূপ আছে তেমনই অন্ধকারের ও নিজস্ব রূপ আছে। আলোতে চলতে চলতে এখন আমরা আলোতেই থাকি। আলোতে থেকে শুধুমাত্র অন্ধকারকে ঘুমের ঘরে ডেকে এনে চোখকে অসহায় বানিয়ে ঘুমিয়ে পড়ি। অন্ধকারকে ভয় পেয়ে আলোতে থাকি। আমাদের চোখ যেমন আলো স্পর্শ করতে পারে তেমনি অন্ধকারকেও স্পর্শ করতে পারে। আলোতে যেমন চলতে পারি তেমন অন্ধকারেও চলতে পারি কিন্তু সেটা আমরা কখনোই করি না। রাতে ঘুমিয়ে যেমন দিনে চোখ মেলে তাকিয়ে দেখি প্রিয়জনের মুখ, সবুজ অরণ্য। আবার দিনে ঘুমিয়ে রাতে ওঠেও দেখতে পারি বুঝতে পারি প্রিয়জনের মুখ, কালো ছায়ার অরণ্য, মাথার উপর বিশাল আকাশ, দেখতে পারি বিধাতার নিজ হাতে সাজানো রহস্যময় অদ্ভুত এক পৃথিবী।।
ইতি
চোখ_মেলে_দেখ
শাকিল_আনোয়ার
Leave a Reply