Mukti TV HD :ফরিদপুরে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতারের পর তাদের ৩ জনের নিকট হতে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’টি ছ্যানদা, দু’টি দা, দু’টি সেলাইরেঞ্জ, একটি স্টিলের কুড়াল, একটি হাতুড়ি, প্লাস ও গুটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (১৩ জুন) বিকেলে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো, গোপালগঞ্জের মুকসুদপুর থানার কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের সাগর শেখ (৩৬), উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি গ্রামের আলম মোল্যা (৩০), গোহালা ইউনিয়নের ব্রাক্ষনডাঙ্গা গ্রামের জাহিদ খাঁ (২৫), প্রভাকরদি গ্রামের আরমান শেখ (২৪), ফরিদপুরের মধুখালি থানার মহিষাপুর গ্রামের রাজন মোল্যা (২০) ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুরা গ্রামের মাহিম মোল্যা (২০)।
পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাত দলের কুখ্যাত সাগর শেখের নেতৃত্বে গ্রেফতারকৃতরা অম্বিকাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
হাজী শরিয়তউল্লাহ বাজারের রথখোলাস্থ আবাসিক হোটেল গার্ডেন সিটির ২য় তলায় ২০৮ নং কক্ষে তাদের সমবেত হওয়ার খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এর দিক নির্দেশনায় শনিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফরিদপুরের নেতৃত্বে এসআই মো. আব্দুল জব্বার, এসআই মো. ফরহাদ হোসেন, সঙ্গীয় শাহীনুর
Leave a Reply