Mukit HD TV|| হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল ০৭/০৩/২১ ইং রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সারা দেশের ন্যায় নবীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জের শৈলেন চাকমার সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাশের সঞ্চালনায় নবীগঞ্জ থানা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী।
গতকাল ০৭/০৩/২১ ইং তারিখ রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় সারা দেশের ন্যায় নবীগঞ্জ থানা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাশের সঞ্চালনায় এক বিরাট সভা অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ -১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমে বাস্তবায়ন হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো আমাদের দেশের খেটে খাওয়া মানুষ পেট ভরে তিন বেলা খেতে পারবে, অন্যায়,অবিচার থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ কে সোনার বাংলায় গড়ে তুলবেন। আজ জাতির জনক বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও তিঁনির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। আজ সল্প উন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়ে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি হয়েছে। সমস্ত অবধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামিলীগের সাধারন সাধারন সাইফুল জাহান চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,রিজবী আহমেদ খালেদ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রানা দাশ,,সাবেক সাধারণ সম্পাদক ও ৯ নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক সাবেক নবীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ও ৬ নং কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা,, ৫ নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন সহ আরো অনেকেই।সর্বশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ শৈলেন চাকমার সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ব্যাখ্যা দিয়ে বলেন,দেশে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে।কিন্তু দেশে কিভাবে স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে কেউ চিন্তা করতে পারেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটো বেলা থেকেই দেশ কে নিয়ে ভাবতেন এবং বুকে লালন করতেন।অনেক দিনের সাধনা কে কাজে লাগিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।সেই ডাকে বাংলার মানুষ সাড়া দিয়ে দেশ কে স্বাধীন করেছিলেন।তাই তিঁনি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সভাপতি বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করে অনেক আনন্দ ও উৎসবমুখর উদ্দীপনার মধ্য দিয়ে কেক খাটা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের সর্ব স্তরের নেতা কর্মী, জাতীয় পার্টির নেতা আলহাজ্ব হায়দার মিয়া,সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
Leave a Reply