বরগুনায় ইয়াবাসহ মোঃইব্রাহীম(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ।
রবিবার (১২ জুলাই) বিকেল ৩টায় সদর উপজেলার এম বালিয়াতলীর ইউনিয়নের পরীরখাল, আলিসার মোর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিমের বাড়ি এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পরীরখাল গ্রামে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশীষ হাং, এসআই সোহেল, এসআই হেলাল, এএসআই ফরিদ,ও সঙ্গীয় ফোর্স মিঠু মীরর সহ ৮ জনের একটি টিম পরিরখাল আলিসার মোরে অভিজান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করে।এ সময় তার কাছ থেকে ২৫২পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply