১৫ই আগস্টের বিলবোর্ড অপসারনকে কেন্দ্র করে বরিশাল সদর ইউ এনও এর বাসভবনে হামলায় পুলিশ ও: আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।এই:: সংঘর্ষে পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা আহত হয়।এই সংঘর্ষে সিটি মেয়র সাদেক আব্দুল্লাহ গুলি বিদ্ধ হন।এরই প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে সিটি মেয়রকে প্রধান করে থানায় মামলা দায়ের করে এবং অনেক নেতা কর্মী গ্রেফতার করেন।এই মামলা ও গ্রেফতারের প্রতিবাদে পটুয়াখালী শহরে হোটেল জোনাকীর সামনে প্রতিবাদ সভার আয়োজন করে প্রজন্ম আহসান হাবীব খান সংগঠন। প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করে পটুয়াখালীর সাধারণত জনতা, ছাত্র সমাজ ও আওয়ামী লীগ নেতা কর্মীরা।সভায় বক্তারা বলেন, এই মামলা একটি সাজানো নাটক।আমাদের নেতা আজ ষড়যন্ত্রের শিকার। আমরা এই ষড়যন্ত্রের তিব্র নিন্দা জানাই।তারই সাথে সাথে আটক কৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি চাই।
Leave a Reply