বান্দরবানের রুমা উপজেলায় ২ নং সদর ইউনিয়ন ১নং ওর্য়াড থানা পাড়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে রুমা থানায় মামলা করলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কাশেম চৌধুরীর নিদের্শে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গতকাল ২৪শে সেপ্টেম্বর রোজ শুক্রবার রাতের সময় রুমা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন পুলিশ।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম সমর কান্তি দত্ত (৫৬)। তিনি রুমা উপজেলার জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর সে শিক্ষক সমর কান্তি দত্তের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। একদিন প্রাইভেট পড়ানোর সময় তিনি ছাত্রীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন। ভয়ে-লজ্জায় মেয়েটি ঘটনাটি কাউকে এত দিন জানায়নি। ওই ঘটনার পর থেকে সমর দত্ত বিভিন্ন সময় বিয়ের কথা বলে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে যেতে বলতেন। কিন্তু মেয়েটি তাঁর কাছে আর যাচ্ছিল না। গত বুধবার ভিডিও চিত্রটি মেয়েটির মুঠোফোনে পাঠান। তখন মেয়েটি ঘটনাটি তার বড় বোনকে খুলে বললে, এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন গতকাল রাতে রুমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply