ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠহয়ে মা ও ছেলে নিহত।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বলিদ্বাড়া বাজারের পার্শ্ববর্তী গ্রামে। নিহত কাদের ছয় বছর আগে বিয়ে করেন এবং তার পাঁচ বছরের এবং দুই বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।
ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার জুমার নামাজের পড়ে নিহত কাদের ধানক্ষেতে সেচ দিতে যায় এবং সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকে এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার পরও তারছেলে ফিরে না আসায় তার মা এবং নিহত কাদের এর পুত্র সেচ ঘরের দিকে যায়। সেখানে কাদেরকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তার মা এগিয়ে গিয়ে উদ্ধার করতে গিয়ে নিজে স্পৃষ্ট হয়ে পড়ে যান। এ ঘটনা তার নাতনি দ্রুত এসে তার পরিবার এবং আশেপাশের পরশীদের জানায়। পড়ে প্রতিবেশীরা বৈদুৎতিক সংযোগ করে মা এবং পুত্রের মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এধরণের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে নিয়মিত বৈদ্যুতিক সংযোগ গুলো পরীক্ষা করা এবং ভালো মানের সার্কিট সুইচ ব্যাবহার করা উত্তম।
যাদের বৈদ্যুতিক ব্যবস্থা নড়বড়ে তারা দ্রুত বৈদ্যুতিক সংযোগ ঠিক করে নিন।
Leave a Reply