পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার চরমোন্তাজ ইউনিয়নে বিদ্যুৎ দেয়ার কথা বলে ৩০০০ টাকা নিয়ে নেন ইঞ্জিনিয়ার মিজান।
ভুক্তভোগী রিপন হাওলাদার বলেন, ইঞ্জিনিয়ার মিজান বিদ্যুৎ দেয়ার কথা বলে তিন হাজার টাকা নিয়ে শুধু খুটি গেড়েছেন।অন্যান্য জায়গায় তার টানানো হলেও আমার বাড়ির বিদ্যুৎ খুটিতে তার লাগানো হয়নি।এবিষয়ে আমি( রিপন ভুক্তভোগী ) মিজান ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে তিনি বলেন, তার মিটার ও সার্ভিস তার পেতে হলে আরো ১০০০০ হাজার টাকা লাগবে।নতুবা বিদ্যুৎ দেয়া যাবেনা।মিজান আরো বলে এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে বিদ্যুতের খুটি উঠিয়ে নিয়ে যাব বলে হুমকি দেয়।
উল্লেখ্য, ভুক্তভোগী রিপন হাওলাদার রাঙ্গাবালী থানার চরমোন্তাজ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুজিবুর রহমান হাওলাদার এর পুত্র।
ভুক্তভোগী রিপন হাওলাদার মুক্তি ডাক প্রতিনিধিকে আরো জানান,অভিযুক্ত মিজান ইঞ্জিনিয়ার এভাবে অনেকের নিকট থেকে টাকা নিয়ে বিদ্যুৎ দিচ্ছেনা বরং আরো টাকা দাবি করছে। টাকা না দিলে বিদ্যুৎ দিবেনা বলে মিজান জানান।
জানা গেছে মিজান ইঞ্জিনিয়ার বরগুনা জেলার নাসিন্দা।তবে মিজানের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
চরমোন্তাজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠ নিচার দাবি করছেন ভুক্তভোগী পরিবার গুলো।
Leave a Reply