Mukti TV HD
দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর কোতয়ালী থানা এলাকা হতে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, লিমন হোসেন (৩১) বিরল উপজেলার তেঘরা (নারায়নপুর) গ্রামের নুর ইসলামের পুত্র।
(২৮জুলাই) বুধবার ভোর সোয়া ৪টার সময় পৌর শহর এলাকা ঘোড়াঘাট রেলগেটের পূর্ব পার্শ্বে মহাসড়কের পাশে মা হোটেলের সামনে থেকে চুরি হওয়া অটোচার্জার ইজিবাইক উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় থানার মামলা হয়েছে। মামলা নং-২৮, তারিখ: ২৮.০৭.২০২১ খ্রিঃ।গ্রেফতার আসামীকে বুধবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply