বিরামপুর মহিলা ডিগ্রি কলেজে পরিদর্শন করেন ইউএনও পরিমল কুমার সরকার। কলেজ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন ও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার দিক-নির্দেশনা প্রদান করেন।
(১৬সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিদর্শনের অংশ হিসেবে বিরামপুর মহিলা ডিগ্রি কলেজে পরিদর্শনে আসেন। এসময় কলেজ পপরিদর্শন শেষে কলেজের ছাত্রীদের করোনা থেকে সুরক্ষার লক্ষে তিনি অত্র কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকারের হাতে ৫ শতাধিক মাস্ক হস্তান্তর করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপাধ্যক্ষ মেজবাউল হক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, দবিরুল ইসলাম, মোকলেছুর রহমান স্বপন, সিনিয়র প্রভাষক মশিহুর রহমান, সুলতান মাহমুদ, এরশাদুল হক, জাকারিয়া সরকার নারগীস আকতার, সঞ্চয় কুমার সরকারসহ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন
১৬.০৯.২০২১
Leave a Reply