MUKTI TV HD
পঞ্চগড়ের বোদা উপজেলায় জুয়া খেলা অবস্থায়( ৯)জন জুয়াড়ি কে আটক করেছে বোদা থানা পুলিশ।
গত রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভুল্লি পাড়া গ্রামের নাজমুল হকের বাড়ির থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে নয় জন জুয়াড়ি কে আটক করা হয়।
এ সময় তাদের নিকট হতে তাস,টাকা, একটি মোটর সাইকেল সহ সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী বলেন, কেভিট (১৯) মহামারী চলাকালীন সরকারি বিধি নিষেধ অমান্য করে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে আইনের দঃ বিঃ ২৭০/২৭১ধারায় মামলা দায়ের করে গত সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply