Mukti TV HD
হাজার হাজার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে একটি আধা পাকা বাড়ি ও দুই শতাংশ জমি প্রদানের এক ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যেগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেসব ভাগ্যহীন হত দরিদ্র মানুষ যারা ঘর পেয়েছেন সেসব ঘরে বাস করলে ওই ঘরের নীচে পরেই তারা মৃত্যু বরণ করতে পারেন পরিবার সহ। কিছু ঘর সমাপ্ত হবার সাথে সাথে আবার কিছু ঘরে ওঠার এক মাসের মধ্যেই পরে গেছে!!
এই অপকর্মের সাথে কারা জড়িত ঃ
১. স্থানীয় এম পি
২. ইঞ্জিনিয়ার
৩. টি এন ও
৪. এসি ল্যান্ড
৫. স্থানীয় চেয়ারম্যান
৬. স্থানীয় আওয়ামীলীগের নেতারা
৭. স্থানীয় সাংবাদিকেরা কিছু ভাগ পেয়েছে।
।
১, ৪ নাম্বার আর ৫, ৬ নাম্বার এদের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেট নেই।
কিন্তু উপরের ২,৩, ৪ নাম্বার এরা সকলেই উচ্চ শিক্ষায় শিক্ষিত, তথাকথিত বি সি এস ধারী। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিল। আহারে কি শিক্ষারে!!!
ঘর গুলো বানিয়েছে রডের বদলে কঞ্চি, সিমেন্টের পরিবর্তে বালু আর কাদা মাটি, পাইলিং করছে পলিথিন দিয়ে!! এসব ঘরের নীচে পরেই ঘরের মালিকেরা পরিবার সহ মারা যাবেন। তাদের জীবনের দায় কি কেউ নিবে??
এই শিক্ষিত লোকেরা রাস্তার ফকিরকে দেয়া ভিক্ষা টাও তুলে নিজের পকেটে ঢুকায় আর সেই টাকা দিয়ে নিজের ছেলে মেয়ে বিদেশে পাঠায়, একটার পর একটা বাড়ী বানায়!!
আপনারা আশ্চর্য হলেও আমি হইনা এদের এহেন কার্যকলাপে।
কারণ এরা পড়াশুনা করেছে টাকা কামানোর ধান্ধায়।
চাকুরী নিয়েছে ঘুষ দিয়ে আর রাজনৈতিক পরিচয়ে। যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই টাকা তুলতে তুলতে চেতনাধারীদের বিকাশ ঘটবে একেবারে রাস্ট্রের উচ্চ পর্যায়ে আমলা হয়ে ( রাস্তার ফকির ও ওদের চেয়ে অনেক ভালো).।
এতো লজ্জা কোথায় রাখি জাতি হিসেবে!!
যে শিক্ষা মানুষকে আলোকিত করে নাই, মানবিক করে তুলে নাই সেই বোধহীন,অমানবিক পাব্লিক বাংলাদেশের সর্ব ক্ষেত্রে নীতিনির্ধারণীতে আছে
সুতরাং এই জাতির ভালো হবে কিভাবে!
Leave a Reply