ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদীহাট গ্রামের কৃষিজমিতে অবৈধ ভাবে পুকুর খননের অপরাধে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও আব্দুল আলিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন রাণীশংকৈল উপজেলার
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা পরিচালিত ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাণীশংকৈল উপজেলার কাদীহাট গ্রামে অভিযান চালিয়ে তিনি একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ওই এলাকা পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান কাদীহাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল আলিম ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন।
এই অপরাধে তিনি “বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন- দণ্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযানে রাণীশংকৈল থানার এএসআই নূর আলম সঙ্গীয় ফোর্সসহ তাঁকে সহযোগিতা করেন বলেও রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা জানান।
Leave a Reply