Mukti TV HD ||মনির হোসেন শাওনকে মুক্তিটিভি অনলাইন টিভির মিরপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।মুক্তি টিভির প্রধান সম্পাদক এম মাহামুদুল হাসান তার নিয়োগ নিশ্চিৎ করেছেন। মুক্তি টিভি চ্যানেলের চেয়ারম্যান শফিকুজ্জামান শুভ তার নিয়োগে শুভেচছা জানিয়েছেন। মনির হোসেন শাওন নরসিংদী জেলার মনোহরদী থানা বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামে ৩০ শে জুন ১৯৯৮ সালে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সাবেক ইউপি সদস্য মৃত মোঃমফিজ উদ্দিন।মাতা মোছাঃ শেফালী আক্তার।দুই ভাই ও এক বোনের মধ্যে মনির হোসেন শাওন মেজো।বড় বোন তাহমিনা আক্তার দিপ্তী,ছোট ভাই মিজানুর রহমান শাকিল। বর্তমানে ঢাকার মিরপুরে বসবাসরত মনির হোসেন শাওন ভ্রমণ পিপাসু একজন ছেলে, বাইক নিয়ে ত্রিশটির ও বেশি জেলার প্রত্যেকটি দর্শনীয় স্থান ভ্রমন করেছেন।তা ছাড়া আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, ফুটবল, ক্রিকেট খেলায় ও পারদর্শী। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন তিনি। বি ডি ক্লিন, বন্ধুসভা,মিরপুর ব্লাড ডোনেট ক্লাবের সাথে জড়িত আছেন।
Leave a Reply