যশোরের শার্শায় মুজিববর্ষ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলায় বেলতা ফুটবল একাদশ বনাম আটুলিয়া ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বেলতা ফুটবল একাদশ ৩-০গোলে আটুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।
প্রতিদ্বন্দ্বীতা ম্যাচে খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে ১৭ মিনিটের মাথায় ১১নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল হাকিম প্রথমে একটি গোল করে বেলতা ফুটবল একাদশকে এগিয়ে নেন।টানটান উত্তেজনা ম্যাচে আটুলিয়া ফুটবল একাদশ খেলোয়াড়রা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে।
খেলার দ্বিতীয়ার্ধে ২৫মিনিটের মাথায় বেলতা ফুটবল একাদশের ১৩নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এখলাছ হোসেন দ্বিতীয় গোল করেন।খেলা শেষ হবার দুই মিনিট আগে বেলতা ফুটবল একাদশের ৪নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় জনি ফুরকান আরও একটি গোল করেন।ফলে বেলতা ফুটবল একাদশ ৩-০গোলে জয়লাভ করে। খেলায় শতশত ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন। ভালো খেলা উপহার দেয়ার জন্য ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন বেলতা ফুটবল দলের আব্দুল হাকিম।খেলা পরিচালনা করেন আয়নাল হক।
Leave a Reply