– ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহম্মদপুর ইউনিয়নে নতুন ১৬১ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে ভাতার আওতায় আনা হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সোহাগ তথ্য নিশ্চিত করেন।
এদিন এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউনিয়ন চেয়ারম্যান মো: সোহাগ বলেন, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার জন্য সারা ইউনিয়নে মাইকিং করা হয়েছে। ব্যপক প্রচারের মাধ্যমে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার জন্য অনেক আবেদন জমা হয়েছে। সরকারের শতভাগ ভাতা প্রদানের ঘোষণা অনুযায়ী আমরা আজ ১৬১ জনকে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার আওতায় এনেছি। এ ক্ষেত্রে গরীব ও কর্মক্ষমদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে প্রত্যেককে এ ভাতার আওতায় আনা হবে। এখন পর্যন্ত এ নিয়ে মোহম্মদপুর ইউনিয়নে ৫৭১ জন এ ভাতার আওতায় এসেছে।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের আওয়াতায় ইউনিয়ন সমাজকর্মী মমতাজ বেগম, ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply