Mukti TV HD
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মেস বয় আব্দুল জলিল গত রোববার (১১ জুলাই) রাতে কুলাউড়া শহরের মোরগ ব্যবসায়ী তোফায়েল আহমদকে তার পাওনা ১৫ হাজার টাকা পরিশোধ করার জন্য থানা থেকে বের হয়ে দোকানে পৌঁছার পূর্বে পথিমধ্যে দক্ষিণবাজারস্থ বনফুল মিষ্টি দোকানের সম্মুখে ছিনতাইকারী মোটরসাইকেল চালক সাহেদ বকস ওরফে রাসেলসহ সঙ্গীয় আরও ২ জন তাকে ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে সোমবার (১২ জুলাই) দুপুর ১২টার পর এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে পুলিশ এই থানার আওতাভুক্ত এলাকা কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এক অভিযান চালিয়ে ছিনতাইকারী রাসেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ছিনতাইকৃত টাকাসহ মোটরসাইকেল জব্দ করে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ ১৩ জুলাই – মঙ্গলবার মৌলভীবাজার কোর্টে তাকে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সাহেদ বকস ওরফে রাসেলকে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার জেলা কোর্টে সোপর্দ করা হয়েছে ও অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply