যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছা সীমান্তে তরিকুল ইসলাম (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ জুলাই) সকালে সীমান্তবর্তী বড় কাবিলপুর বেলেঘাট নামকস্থানের কপোতাক্ষ নদের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।
নিহত তরিকুল ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম সবুজ বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা কিনা তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে।
তার বিরুদ্ধে চৌগাছা ও ঝিকরগাছা থানায় দুটি মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply