Mukit TV HD
যশোরের বেনাপোলে দুই কেজি গাঁজাসহ লিটন হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবির ওসি সোমেন দাশ। আটক লিটন হোসেন শার্শা থানাধীন দূর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
ডিবি সূত্রে জানায়, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ,জেলা গোয়েন্দা শাখা, যশোর এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) শামীম হোসেন,(এসআই) চন্দ্র কান্ত গাইন, (এএসআই) রঞ্জন কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর সাকিনস্থ বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।এসময় দুই কেজি গাঁজাসহ লিটন হোসেন কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply