যশোরের শার্শা থেকে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান।
আটককৃতরা হলেন,খুলনা খালিশপুর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন (৩০) ও বেনাপোল পোট থানাধীন কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৪)।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দুপুরে জেলেপাড়া বটতলার দক্ষিণ পাশে জাহিদুল ইসলামের জমির মধ্যে হতে ২কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে যশোর আদালত পাঠানো হয়েছে।
Leave a Reply