যশোরের বেনাপোলে হেরোইন ও ইয়াবাসহ মশিয়ার রহমান (৩১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) পুলিশ সুপার যশোর জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিকনির্দেশনায় ওসি ডিবি যশোরের তত্ত্বাবধানে (এসআই) ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, (এএসআই) ইমদাদুল হক, (এএসআই) রঞ্জন কুমার বসু গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক নেদু মিয়ার ভাড়া দেওয়া মনুর টিনের বসতঘরের ভিতর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মশিয়ার রহমান (৩২),পিতামৃত-আঃ হক,সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন ও ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,২১,০০০/= (তিন লক্ষ একুশ হাজার) টাকা। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply