Mukit TV HD
আসন্ন ঈদুল ফিতরের উপলক্ষে ৬০০ জন নারী ও পুরুষকে ঈদ উপহার দিলেন কে,বি,গ্রুপের পক্ষে থেকে স্বত্বাধিকার মো:কামরুজ্জামান বাবলু। ঈদুল ফিতরের আনন্দ সবাই মিলে মিশে একসাথে ভাগ করতে নিজ উদ্যোগে ৬০০ জন নারী,ও পুরুষকে শাড়ী,লুঙ্গি, থ্রি পিস, ঈদুল ফিতরের উপহার দিলেন কামরুজ্জামান বাবলু। গ্রামবাসী ঈদ উপহার পেয়ে অনেকেই খুশি, এবং তার জন্য সবাই দোয়া করেন,ও তার পরিবার জন্য দোয়া করেন গ্রামবাসী।
এছাড়া ও তিনি নানা ভালো কাজ করে থাকেন। তার দরজায় কেউ গেলে কাউকে কোনদিন ফেরায় না।
কামরুজ্জামান বাবলু প্রত্যেক বছরে ঈদ অফার দিয়ে থাকেন গ্রামবাসীর মাঝে। এছাড়া ও তিনি নানা লোকের অনেকে নানা মাধ্যমে সাহায্য করে থাকেন তার ভেতরে কোন রাগ বা হিংসা বলে কিছু নাই তিনি গ্রামবাসীর সবাইকে নিজের আপন মনে করে ভালোবাসেন।
এসময় উপস্থিত ছিলেন এম আশানুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, রনি হোসেন, সাজু আহমেদ, রাকিব হোসেন, জালাল হোসেন, এছাড়া ও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply