মুক্তি টিভি (HD)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ওসি সোমেন দাশ।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলে শংকর কুমার (২৭)ও একই গ্রামের সাজ্জত আলীর ছেলে আজিম শেখ পঁচা (১৯)।
ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ রুপণ কুমার সরকার পিপিএম, (এসআই) শামীম হোসেন,(এসআই) চন্দ্র কান্ত গাইনসহ জেলা গোয়েন্দা শাখার(ডিবি),একটি চৌকস টিম
বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় খলসী বাজারস্থ রিপন মিয়ার চায়ের দোকানের ভিতর হতে পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী শ্রী শংকর কুমার সরকার ও আজিম শেখ ওরফে পঁচাকে একটি সচল পিস্তল,দুইটা ম্যাগজিন, এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতরা দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। আর শংকরের নামে একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থাদায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply