জয়া আহসানের চলচ্চিত্র ‘বিনিসুতোয়’ দিয়ে পর্দা উঠছে কলকাতার প্রেক্ষাগৃহের। আজ (২০ আগস্ট) নন্দনে বিকালের শোতে মুক্তি পাচ্ছে এটি। উল্লেখ করার মতো বিষয় হলো- অতনু ঘোষ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আসছে শুধু একটি হলেই। অন্যদিকে ছবিতে জয়া আহসানের বিপরীতে আছেন প্রশংসিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এমন তারকা জুটির ছবি হয়েও কেন একটি হলে মুক্তি পাচ্ছে- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিডিয়াজুড়ে। সেটারই উত্তর দিয়েছেন নির্মাতা অতনু। টাইমস অব ইন্ডিয়াকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক বলেন, ‘‘বিনিসুতোয়’ সিনেমাটি মাত্র একটি স্ক্রিনে রোজ একটি শো কেন, এমন প্রশ্নে বলতে চাই- এই অনিশ্চিত অবস্থায় কোনও প্রযোজকই রিস্ক নেবেন না।
Leave a Reply