কুমিল্লার লাকসানে আলোকিত উত্তরদা শাখার উদ্যোগে একটি গ্রাম একটি অক্সিজেন সিলিন্ডার কর্মসুচীর অংশ হিসেবে বুধবার (২৫ আগষ্ট) লাকসাম আলোকিত উত্তরদা শাখার কয়েকটি গ্রামে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেন।অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত লাকসাম এর সমন্বয় মু:জয়নাল আবেদিন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম খোকন। সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ সাইফুল ইসলাম,আব্দুল মুমিন, মো রাকিব উদ্দিন, আলমগীর হোসেন, হাফেজ মিলন, অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আলোকিত উত্তরদা শাখার সমন্বয় পেয়ার আহমেদ। আলোকিত লাকসাম, আলোর মসাল নিয়ে এগিয়ে যাবে নতুন পৃথিবী সাজাতে। করোনা রোগীর প্রোয়োজনে ২৪ ঘন্টা কল দিন পৌঁছে জাবে আপনার কাছে সংগঠনের সেচ্ছাসেবী মোবাইল:01726797348,01777357909,01912094323,01746366495.
Leave a Reply