নিউজ ডেস্ক || শুভাশীষ রায়কে মুক্তি টিভি অনলাইন আইপি টিভির মিরপুর প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তার মনোনয়ন নিশ্চিৎ করেছেন মুক্তি টিভির প্রধান সম্পাদক এম.মাহামুদুল হাসান। তার নিয়োগে শুভেচ্ছা জানিয়েছেন মুক্তি টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুজ্জামান শুভ।
শুভাশীষ রায় ১৯৯৯ সালের ৩০শে মে বগুড়া জেলার সদর থানার ডেকরা নামের একটা ছোট গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকে বেড়ে ওঠা সেখানেই। বর্তমানে পড়াশুনা এবং জীবিকার তাগিদে আমি ঢাকা মিরপুরে বসবাস।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশুনা করেছেন বগুড়া জেলার সাত-শিমুলিয়া উচ্চ বিদ্যালয় এবং সরকারি শাহ সুলতান কলেজ থেকে। বর্তমানে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং-এ ৪র্থ সেমিস্টারে পড়াশুনা করছেন।
পড়াশুনার পাশাপাশি তিনি কমিউনিটি রেডিও “রেডিও মুক্তি এফএম ৯৯.২”-এ তিন বছর সাত মাস একজন অনুষ্ঠান প্রযোজক এবং উপস্থাপক হিসেবে কাজ করেন। সাংবাদিকতা অত্যন্ত সম্মানের একটা পেশা বলেই তিনি মনে করি।
একবোন ও দুই ভাইয়ের মধ্যে শুভাশীষ সবার ছোট। পরিবারের সদস্য হিসেবে বাবা, মা আর বড় ভাই ও ভাবী। বাবা একজন অবসরপ্রপ্ত সরকারি কর্মকর্তা এবং মা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। বড় ভাই একজন প্যাথলজিস্ট এবং ভাবী বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন।
মানুষ হিসেবে শুভাশীষ অত্যন্ত সৌখিন। ঘোরাঘুরি করতে খুব ভালবাসেন। এছাড়া গান করা এবং গিটার বাজানো খুব বেশি পছন্দের। তার আমার প্রধান শখ ছবি তোলা।
জীবনে খুব বড় হবার ইচ্ছে নেই তবে একজন ভাল মানুষ হতে চান। দেশ এবং পরিবারের জন্য কিছু করা প্রবল ইচ্ছা আছে তার।
Leave a Reply