শেরপুরের নকলায় পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের উদ্যোগে স্থানীয় সরকার থেকে প্রাপ্ত টি আরের টাকায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ২২ টি এস এস স্টিলের খাটিয়া বিতরণ করা হয়েছে।
জানা যায়, লাশ বহনের প্রতিটি খাটিয়া তৈরিতে ব্যয় হয়েছে ২৫ হাজার টাকা যা ওজনে কম হওয়ায় লাশ বহনে তুলনামূলক ভাবে কম কষ্টের।
পৌর মেয়র হাফিজুর রহমান লিটন জানান,শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসনের
এম পি বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে পৌরসভার প্রতিটি মসজিদে পর্যায়ক্রমে এস এস স্টিলের এসব খাটিয়া বিতরণ করা হবে।
Leave a Reply