শেরপুরের নালিতাবাড়িতে আজ ১১ অক্টোবর সকাল ১০ টার দিকে নকলা-নালিতাবাড়ী আসনের মাননীয় এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলার অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি মহোদয় আজকে দুই উপজেলার এস এস সি ও সমমান পরীক্ষার্থীদের ( দুই উপজেলার প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত ) মাঝে ১০০০/= টাকা করে প্রদান করেন।
তিনি তার উপার্জীত অর্থ দিয়ে এই প্রোনধনার টাকা দিয়ে থাকেন।
এ ছাড়াও তিনি এডিবির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জায় অনুদানের চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অগ্নি কন্যা মতিয়া চৌধুরী বলেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ,পথ হারাবে না বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর শাখা নালিতাবাড়ী সাব জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ মহিউদ্দিন সাহেব এবং উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃত্ব বৃন্দ…
Leave a Reply