শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আজ ২৪ আগস্ট মঙ্গলবার উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়নে ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মমিনুর রশিদ।
উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, কাকরকান্দি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: শহীদউল্লাহ তালুকদার মুকুল, ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা নুরুল হক।
এসময় আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।ভুমি অফিস উদ্বোধনের আগে জেলা প্রশাসক কে সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস ফুলের শুভেচ্ছা জানান।
এর পর জেলা প্রশাসক, পৌর মেয়র ইউপি চেয়ারম্যান সহ সবাই এক সাথে ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসন ভূমি চত্বরে বৃক্ষ রোপণ করেন।
Leave a Reply