শেরপুরের শ্রীবরদীতে ইউএনও নিলুফা আক্তারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল উপজেলার বালিয়া চন্ডি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া ১২ বছরের এক শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে শফিকুল ইসলামের কন্যার বিয়ের আয়োজন চলছিল। বাড়িতে চলছিল পুরোদমে বিয়ের আমেজ বর আসেনি তবে বর আসার আগেই বাল্য বিয়ে বন্ধ করতে ছুটে আসেন ইউএনও নিলুফা আক্তার। প্রশাসনের উপস্থিতিতে থমকে যায় বিয়ে বাড়ির আনন্দ।
এ সময় কর্নার পরিবারের সাথে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ইউএনও নিলুফা আক্তার অবগত করলে তার পরিবার তাদের ভুল বুঝতে পেরে কন্যাকে আর অল্প বয়সে বিয়ে দিবেনা বলে প্রশাসনের কাছে মুচলেকা দেয়। পরবর্তীতে বরপক্ষের কাছে খবর পাঠানো হয় বিয়ে দেয়া হবে না। তারা যেন বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে না আসে।
এ সময় শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আতাউর রহমান, উপজেলা নির্বাহি কার্যালয়ের সিএ মো. আবুল কালামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন
Leave a Reply