মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের কারণে ২০২০ সালে নবম শ্রেণিতে কোনো পাঠদান করা হয়নি। এ কারণে আমরা শিক্ষার্থীরা কোনও ধরনের শিক্ষালাভ করতে পারিনি। দুই বছর সময়ের মধ্যে আমাদের এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও আমরা কিছুই পড়তে পারিনি। যেহেতু ২০২১ সালে এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। সে জন্য আমাদের দাবি আমাদেরকেও যেন ২০২২ সালের এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসের মাধ্যমে নেওয়া হয়।
এ সময় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়াত হক বলেন, ২০২২ সালে আমরা এসএসসি পরীক্ষায় শর্ট সিলেবাস চাই। আমাদের গ্রুপের বিষয়গুলো ছাড়া অন্যান্য বিষয়গুলো আংশিক করে দিতে হবে।। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসের দাবিতে আমরা আজ রবিবার মানববন্ধন করছি। আমাদের দাবি ২০২১ সালের মতো ২০২২ সালেও ৭০% শর্ট সিলেবাসের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। কারণ ২০২০ সালে করোনাভাইরাসের কারণে আমরা আহামরি কোনো পড়ালেখা করতে পারিনি।
কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ২০২০সালে আমরা নবম শ্রেণিতে কোনো ক্লাস করতে পারিনি। নবম শ্রেণিতে থাকাকালীন অবস্থায় সিলেবাসের সিংহভাগ পড়ানো হয়ে থাকে। কিস্তু করোনাভাইরাসের কারণে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পড়ালেখা করতে পারিনি। আমরা চাই ২০২১ সালে যেভাবে ৭০% শর্ট সিলেবাসের মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। ঠিক সেভাবেই ২০২২ সালেও ৭০% শর্ট সিলেবাসের মাধ্যমে যেন এসএসসি পরীক্ষা নেওয়া হয়।
পরে প্রেসক্লাবের সামনে থেকে দাবিসংবলিত একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। এ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ বিষয়ে দায়িত্বশীল কয়েকজন অভিভাবক বলেন,আমাদের ছেলে মেয়ারা ২০১৯/২০ অর্থ বছরে বিদ্যালয়ের ধারে কাছেই যেতে পারনা,পারলা কোন কোচিং করতে তাহলে তারা কিভাবে ১০০℅ সিলেবাসের পরীক্ষা দিবে।আমারা মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, যাতে ২২ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
Leave a Reply